গোলাপ কেন কাঁদে
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মহসিন আলম মুহিন
কাঁদো চিৎকার করে কাঁদো-
আকাশে বাতাসে, ভেজা গলাটি সাধো।।
নতুন করে শোধ করো ঋণ-
ভুলেও যেন থামে না-কণ্ঠের বীণ।।
বাগানও আছে, ফুলও আছে-
ভক্ত মালীরা সবাই-কই হারিয়ে গেছে।।
গোলাপ কাঁদে, দেখে, শিউলী কাঁদে-
কাঁদে চাঁপা, শাপলাও জলে কাঁদে।।
দেখো শুধু কান্না নেই-
রক্ত জবা, সূর্যমুখী, ওরা আছে আনন্দেই।।
রক্ত জবা লাল পেয়েছে-
জুলাই আগস্টে, ছাত্র-জনতার কাছে।।
আবার সূর্যমুখীটাও মৃদু হাসে-
উঁকি মারে নতুন স্বাধীন ভোরের আকাশে।।
গোলাপের মনটা শুধুই খারাপ-
তাকে যারা করত কদর আজকে তাদের অভাব।।
শুধু গোলাপকে যারা নেবে-
তারাই সবে হারিয়ে গেছে বারুদের উত্তাপে।।
তাইতো, কাঁদে গোলাপ কাঁদে-
বিরহে গোলাপ ঝরে পড়ে চার বেহারার কাঁধে।।