শরতের সময় গায়ে মাখে বিনাসের ঘ্রাণ
আগত বানের জলে ধ্বংস করেছে ভিটেমাটি
হৃদয়ের অভিধানে হাজারও ব্যথার প্রতিশব্দ
একের পর এক দুঃখ সরীসৃপের মতো
মিশে যাচ্ছে সময়ের সারাক্ষণে।
রাতজাগা সমীকরণে হৃদয়ে ব্যথার পাহার
নরকের মতো যন্ত্রণায় মিশে যাচ্ছে সুখের পাঁপড়িতে
বানের জলের কাছে অসহায় সব প্রাণী
অশান্ত বাতাসে দোলে শান্ত হৃদয়।
ত্রাণের আশায় বেঁচে আছে বানভাসি লাখো মানুষ
প্রাত্যহিক ভাবনায় যুক্ত হচ্ছে নতুন দুঃখের রেখা
নিরুদ্দেশে ভেসে যায় সব স্বপ্ন
শূন্য হাতে যাযাবর জীবন যাপন
সৃষ্টিকর্তা তুমিই পার তোমার দয়ায় রক্ষা করতে
সব সৃষ্ট জীবকে।