প্রিয় স্বদেশ আমার, আমি আজ তোমার কাছে
ছোট এক দাবি জানাতে এসেছি-
আমি আজ কেবল ডাল-ভাত,
মাছ-মাংসের স্বাধীনতার দাবি নিয়ে আসিনি,
আমি আজ কেবল মুদ্রাস্ফীতি,
দ্রব্যের মূল্যবৃদ্ধি, নায্যমজুরির দাবি নিয়ে আসিনি,
এমনকি আমি আজ কেবল আমার ধর্ষিতা কন্যা-বোনের
বিচার চাইতে আসিনি,
আমি আজ কেবল গায়েবি মামলা বা
গণ-গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে আসিনি,
আমি আজ কেবল সমাজতন্ত্র, পুঁজির স্বাধীনতা,
গণতন্ত্র কিংবা বিশ্বায়নের পক্ষে-বিপক্ষে বলতেও আসিনি,
তবুও আমি আমার দাবি রাখতে চাই
কেননা, এ দাবি আদি-অকৃত্রিম, এ দাবি একান্ত মৌলিক,
এ দাবি আমার মা-বাবার, আমার স্ত্রী-সন্তানের,
এ দাবি ছাপান্নো হাজার বর্গমাইলের এ ভূখন্ডের সকল জনতার।
এ দাবি স্বদেশি বিপস্নবীর,
এ দাবি বায়ান্ন ও একাত্তরের সকল শহীদের,
এ দাবি আঠারো কোটি আমজনতার।
সবুজ জমিনে জানাজা আর ফাতেহাপাঠের অধিকার,
আমার মরদেহ যেন পায় ঘাসফুল আর
দূর্বাঘাসে পলস্নবিত মাটির বসতঘর-স্নিগ্ধ কবর,
আমার উত্তরাধিকারী পায় যেন মৃতু্যর ছাড়পত্র-
\হবৈধ সহায়-সম্পদের উত্তরাধিকার।