শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

যেমন কর্ম তেমন ফল

হাফিজুর রহমান
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যেমন কর্ম তেমন ফল

অপরাধ দমনে যখন-অপরাধীর সঙ্গে

পেরে উঠতে পারে না মানুষ; স্বয়ং-

সে অপরাধীকে শায়েস্তা করেন বিধাতা,

অবিশ্বাস্যের হলেও একরতি ধূলিকণায়।

অসম্ভবকে সম্ভব, সহজকে দুর্ভেদ্য

সাধ্যাতীত, কল্পনাতীত, সুগম, দুর্গম

সবই সৃষ্টির নৈপুণ্যে স্রষ্টার অস্তিত্ব;

জঞ্জালযুক্ত- এই জগতের মঙ্গলে।

সুতরাং, অসত্যের সাথে কোনো আপস নয়,

প্রতিষ্ঠিত হতে পারবে কোনো অপরাধ;

প্রত্যেকটি কর্মের পেতেই হবে প্রতিদান,

কেউ হাসবে, কেউ-বা পুড়বে অনুশোচনায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে