জলের লজ্জা নেই
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মান্নান নূর
অনায়াসেই জল ছুঁয়ে দিতে পারে বালিকার স্তন
নির্বিঘ্নে জল চেটে দিতে পারে বালিকার যোনি
উঠতে উঠতে জল ঢুকে যেতে পারে নাভীর ভিতর
ও বড় সুচতুর সুস্পষ্ট কামাতুর জল
দোলে ওঠে দেহের দোলায়।
অনবদ্য উদ্দাম জল খুলে ফেলে জলের বসন
নির্দ্বিধায় নির্বিঘ্নে জলকুমার
ধর্ষিত করে ভিটে-মাটি-বন
ভাসায় ভাসায় সব উলস্নাসে ভরা
অদম্য স্পৃহায়।
কেঁদে ওঠে কলাবন, গাছ-নারী-ফুল,
ফুলের শিশুরাও কাঁদে জলকেলি জলের খেলায়।
জলের পূর্ণিমায় ভরা নদী কাঁপে
জোৎস্নায় জোৎস্নায় ঢেকে ফেলে জলের আঁধার
গ্রাম থেকে গ্রাম মিছিলে মিছিলে ভাসায় লাশের বহর
পাখিদেরও কয়েকটি পালক ভেসে গেলে জল হাসে তৃপ্তির হাসি।
জলের লজ্জা নেই, লজ্জা থাকতে নেই
জল ছিঁড়ে আমার স্বদেশ।
জল-
উলঙ্গ বৃদ্ধা ভাসায়
মাঠের ফসল ভাসায়
ষোড়শীর চুল ভাসায়
চোখের দৃষ্টি ভাসায়
ভাসায় স্বজন আপন।
নতুন দোলহান ভাসায়
পানকৌড়ি টিয়া ভাসায়
শিয়াল ও শকুন ভাসায়
মনের স্বপন ভাসায়
হামাগুড়ি শিশু ভাসায়
শিশুর কান্না ভাসায়
নিষ্পাপ চোখ ভাসায়
বুকের জমিনে গাড়ে জল
জলের পাহাড়।
জলের লজ্জা নেই
ও যে লজ্জাহীন পামর জল
অনায়াসেই জল মুছে দিতে পারে ফুলের বাহার।