দু'নয়নে অভ্র তবু বৃষ্টিহীন
ডেকে যায় বসন্তের কোকিল
ফোঁটাতে চায় পাথরে রঙ্গম,
লজ্জাবতী পাতার মতো গুটিয়ে
নীরবে কান পেতে শুনি কোকিলের কুহুতান।
নিভৃতে জপি ডাহুক পাখির মতো
তাহার নাম অন্তরে,
অপ্রকাশ্যে ঝরে নেত্রবারি,
গভীর প্রণয় নীরবে হয় ডুমুর ফুল।
ফালি ফালি অভ্র নয়নে ভাসে বিহঙ্গের মতো।
হৃদয়ের নীল অম্বরে রংধনুর মতো
সাত রঙে আঁকি তারে,
সাজাই নীরবে নিপুণ হাতে,
প্রণয়ের কারুকাজ জ্বলজ্বলে নক্ষত্রের মতো,
ভালবাসি শুধুই তারে নীরবে অবিরত।