শরৎ সন্ধ্যা
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জাহিদ হোসেন
যে ছায়া তোমাকে ঘিরে রেখেছে বহুদিন
যে মেঘ সকালের অস্তিত্ব হারিয়ে-
ধরে রেখেছে রোদের ব্যক্তিত্ব ;
যে কথাগুলো তুমি বলতে পারনি কোনো দিন
সেই রোদ-ছায়াগুলো চুপিচুপি দেখা করে
ঠিক আগের মতো...
তবুও বলা হয় না কত কথা
দেখা হয় না রোদ আর ছায়ার
কতদিন...
সময়গুলো চলে যায় কোনো এক শরৎ সন্ধ্যায়।
আবার যদি কখনো দেখা হয় রোদ আর ছায়ায়
সেদিন সারা আকাশ তোমার নামে লিখে দেব।