শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

কাশবনে বকের পালক

স্বপন শর্মা
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কাশবনে বকের পালক

বর্ষার পর্ব শেষে

কালো মেঘ ফিরে যায়...

স্বস্তির নিশ্বাস ফিরে পায় আকাশ

নতুন স্নিগ্ধ ছোঁয়া তার অবয়বজুড়ে

গগন ক্যানভাসে শৈল্পিক অনিন্দ্য কারুকাজ।

সবুজ নীলের মধ্যে সাদার আস্তরণ

দূর্বাঘাসের ডগায় শিশির বিন্দুর ফোটা

কাশবনে দোলে বকের পালক।

তাল পাকা সোনা রঙে রোদ হাসে

ভাদ্র আসে তার মহিমায় মেঘের ভেলায়

সওদাগরের মতো করে ছুটে চলে মেঘ

মেঘের ছোটাছুটি বলে দেয় শরৎ এসেছে।

রাতের প্রহরগুনি বটঘুঘুর ডাক শুনি

কুমোরপাড়া মেতে ওঠে শারদীয় উৎসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে