নিঃশেষের শেষ বিন্দু
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নকুল শর্ম্মা
আমার অপূর্ণতার শহরে হাহাকার
তোমার সরব উপস্থিতি জাগিয়ে তোলে চেনা প্রাসাদ,
উজ্জ্বল আলোর ঝরনায় প্রাণবন্ত আড্ডার আসর।
শূন্য আসন গোমড়ামুখো অবহেলা
মৌন আর্তনাদে নোঙর ছেঁড়া মন পথভ্রান্ত,
কালের স্রোতে নিভৃতে ভেসে চলে স্বপ্ন বোনা দিনলিপি।
রাতের যক্ষদের ব্যঙ্গময় অট্টহাসি
সময়ের পালাবদলে জীবন্ত প্রাণের স্পন্দন থামে,
জেগে থাকা নির্ঘুম চোখে পঙ্গুত্বের অযাচিত অসহায়ত্ব।
হৃদয়ের রক্ত প্রবাহ স্তম্ভিত
স্পন্দিত বক্ষ কাঁটার পাহাড়ে বিস্তীর্ণ মরুভূমি,
বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনে নিঃশেষের শেষ বিন্দু।