প্রহারের প্রত্যর্পণ
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হাসান নাজমুল
'মাঝে মাঝে পড়ি অস্তিত্ব সংকটে
যেন আমি ভূমিকাবিহীন বই;
কোনো কালে হয়নি আমার আবির্ভাব
অনুভব করিনি নিজেকে
সব অনুভূতি যেন বন্ধ দ্বার,
আর আমি আবদ্ধ অতিথি
উদ্ধার করেনি কেউ- এসব ভেবে ভেবে
ভারী করি রাত;
মূলত এসব ছিন্ন চিন্তা;
আমারই পদচিহ্ন যেহেতু দখল করে সামান্য জমিন
তাহলে আমিও পৃথিবীর কেউ
আমিও উঠাতে পারি আওয়াজ
ডানাভাঙা বিহঙ্গের মতো নিঃসঙ্গ রাতের নীড়ে
আমিও করতে পারি ছটফট
প্রকাশ করতে পারি নিগূঢ় নিষ্ঠুর ব্যথা
আমিও বুঝিয়ে দিতে পারি প্রহারের প্রত্যর্পণ।