শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বৃত্তের উশখুশ

বজলুর রশীদ
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
বৃত্তের উশখুশ

প্রাত্যহিক ভাবনা লিখে রাখি

কিছু অন্তিম মুহূর্ত, জেনে রেখ-

অনিষ্ট সাধনে বিনষ্ট হয়নি নির্মম ঘাতক!

যদি তন্ময়ের পৃথিবীতে

আবার হেঁটে যায়

ঝলসিত চেহারায় বীভৎস রূপ,

তখন বিষাদের অভিশপ্ত ভোরে

যেখানে থাকতে পারে

সক্ষমতা নেই প্রাপ্তি সবার,

অথবা মায়ার বিস্তীর্ণ ভূগোলে

সেখানে শুধুই অন্ধ দেয়াল;

কাতর আর্তনাথে

কেন্দ্র হারিয়ে ফেলা বৃত্তের উশখুশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে