বন্যার কাছে অসহায় সব,
অসহায় সকল প্রাণী,
সৃষ্টিকর্তা রক্ষা করুক সকল প্রাণের প্রাণী।
ঘর ছেড়ে আজ ছুটছে কোন
সে নিরুদ্দেশে,
প্রাণের মায়ায় শূন্য হাতে যাযাবরের বেশে।।
মন আমার ডুকরে ওঠে
এমন দুঃখ দেখে,
কেউ ভেসে যায়, পাতিল লয়ে কেউ বা ঘরের চালে,
শিশুগুলো অসহায়ে
ফ্যালফ্যালিয়ে থাকে।
মাতৃকুলের শিশু যায় যে ভেসে
গ্রামগঞ্জ ভুবে অতল তলে।
নির্সগ এই অকাল পস্নাবন
চলে গেল কত প্রাণ
লন্ডভন্ড হয় সৃষ্টি
কে দিবে তার দাম?
ফসল নষ্ট, ভীষণ কষ্ট
ডুবে বন্যার জলে,
বসতবাড়ির চিহ্নও রহিলো নাহ তরে।
রক্ষা করো প্রভু তাদের
তোমার করুণার ঝুলি দিয়ে।।