শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সময়ের দায়

মো. জাহাঙ্গীর কবির
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
সময়ের দায়

ভাবছো, নরক খেয়ে নেয়ে

সুখস্বর্গের দিকেই গেইধেই খেয়ে যাবে?

সে তো হওয়ার নয় কস্মিনকালেও!

তোমার খিলদিলে মিটিমিটি যে আফসান জ্বলে,

ময়লা খেদিয়ে সে আফসান বাসরঘর উজলা করে ভেবেছো?

অহনাকালে চামড়াতলে কৃষ্ণপক্ষ ঠিকই

আছাড়িপিছাড়ি করে।

অতঃপর...

নরকদরজায় ঘা মেরে মেরে

গনগনে গহিনের অনন্ত দীর্ঘশ্বাসের

তাড়া খেয়ে খেয়ে

নিষ্ঠুরতম না মরা, না বাঁচার পালা!

সবই ঘটে নিমিষে।

এই তো কিছু সময় আগের কথা!

আহারে।

তার সাথে আবার যদি হোতো দেখা,

মুছিয়ে নিতাম অযতনের যত বলিরেখা!

সময়ের এ যে কী ভয়াবহ দায়!

এ দায় থেকে তুমি, আমি ও সে,

কেউ পায় না রেহাই!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে