আমার সমস্ত অস্তিত্বে,
ক্যাকটাসের মতো গজিয়ে উঠেছে অন্ধকার!
আমার বুকের ভূমিতে পরগাছার মতো বিস্তার করে আছে,
নিষ্প্রাণ নারীর বিরহ;
অক্ষির অগোচরেই টেনে নেয় সমস্ত প্রাণ শক্তি!
অবসাদে ক্ষীণ হয়ে আসে উজ্জ্বল আঁখি,
হৃৎপিন্ডের প্রতিটি স্পন্দনে টের পাই ধস,
অবচেতন হৃদয় শুনতে পায় ক্ষয়ের শব্দ, নক্ষত্রের পতন।
পানিকে ভাঙলে যেভাবে খুঁজে পাবে,
হাইড্রোজেন আর অক্সিজেন,
আমাকে ভাঙলেও পাবে সাদৃশ্যমান দুটি উপাদান
অপূর্ণতা, অপূর্ণতা আর আর্তনাদ
\হ