শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আলোর প্রজাপতি (আবু সাইদ স্মরণে)

দ্বীপ সরকার
  ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
আলোর প্রজাপতি (আবু সাইদ স্মরণে)

দেদার ঝুলছে মিহিদানার মেঘ আকাশে-

মিছিলের প্রথম ছেলেটির বুকে মথিত হচ্ছে গুলির চুম্বন

প্রেমিকা রাইফেল আস্ত খুঁটে নিচ্ছে রক্তের কলরব

কী এক অদ্ভুদ বুক চেতিয়ে থাকা!

রৌদ্র রুটিনে যখন আবাবিলরা

মেলে দিচ্ছিল নরম সূর্যের ঢিল

খুব যতনে ঢলিয়ে পড়ল শত শত প্রাণবায়ু

গা ঘেঁষে যখন হেঁটে যাচ্ছিল বাতাস

কাউকে বলে যাচ্ছে ধ্বংসস্তূপের সংবাদ

ধুকপুকিয়ে ওঠা নতুন শিশুটি

গর্তের অন্ধকার ছেনে হাতরাচ্ছে আলোর সন্ধান

মিলবে কী আদৌ তা?

যখন করোটিরা বিলিয়ে দিচ্ছে আলোর প্রজাপতি

রাক্ষুসে রাইফেল তখনও সশব্দে খেয়ে

যাচ্ছে প্রাণের কলরব

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে