আবু হেনা মোস্তফা কামালের কবিতা

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক

 

ধান্দাবাজ ও কুকুর স্যার কি হঠাৎ রাগ করেছেন? কে দিয়েছে ব্যথা? গিরগিটি সাজ, খাইছে ধরা- এই কারণে চেতা? নিয়ম নিয়ে কত কথা, কথায় কথার খই! সেসব কথা ভুইলা গেলেন? পালাইতে চান কই? মনের মতো পদ দেয়নি? দিল না ক্যান, খুঁজছেন? জনসেবাটা চাঙে দিলেন? তা হবে না, বুঝছেন! আপনারা স্যার অনেক বড় ধান্দাবাজ ও কুকুর! অবসর চান! নাই যে হাতে, চুরি করার পুকুর? মুখের বুলি বন্দুকের গুলি মুখের বুলি, ফিরিয়ে নেয়া যায় না, বেফাস কথা যথা তথা, বিলিয়ে দেয়া যায় না। মন চাইলো গান গাইলো, আহা গানে সুর কি! বলার কথা বললে সেথা, দিলিস্ন বহুত দূর কি? চশমা 'কোন ব্যাটা শয়তান, নাকে বসে টানে কান?' দঁড়ি বাঁধে পেছনে, বুড়ো বুড়ি নাচুনে। লাল নীল কালো রং, বাচ্চারা সাজে সং। কেউ পরে বাহারে, কারো ঠ্যাকা-আহারে! সবার উপরে টাকা সত্য সবার উপরে মানুষ সত্য, তাহার উপর মাথা, টাকা থাকলে মাথার উপর, ধরেন মানুষ ছাতা। কখনো-বা সেই মাথাতে, ঘষেন পুরান তেল, স্বার্থ সিদ্ধি না হলে সেই মাথায় ফাঁটান বেল!