মাটি ও বৃক্ষ
প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০
নিশাত ফাতেমা
দেখ মাটি আমি এখন তোমার গোছরে নেই
স্পর্শেও না
এমনকি; তুমিও না অন্দরে না বাহিরে
সম্পর্কের সেতু কেন ছিঁড়ে ফেললে?
বলতে পার?
কি দোষ ছিল আমার?
আজও জানি না
কী অপরাধে ভিটে থেকে বিতাড়িত করেছিলে!
কী অপরাধে নীল-চত্বরে
আকাশের-বুকে
বসবাস করি
মন চাইলে ধোঁয়াশা ভেদ করে বের হই।
এমনটা না-করলেও-পারতে
এই বিশ্বাসটুকু মনে পোষণ করলে না
এ বড় ব্যথিত কথা
তুমি তো জানতে
তোমার জন্য জলেও ডুব দিতাম অনায়াসে
যা-ই-হোক;
আকাশের শূন্যতায় নৈশব্দিক এই পত্রালাপ,
এই দীর্ঘশ্বাস ঝরা-পাতার-মতো
নিস্তব্ধ জলকণা
হয়তো; শরতের মেঘ হয়ে
ঝরে-পড়বে বৃষ্টির-মতো...