বন্যা

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

ফাহমিদা ইয়াসমিন
হঠাৎ করে স্বপ্নের মতো এলো গোছানো ঘর করে এলোমেলো অদ্ভুত এক পৃথিবী চিত্র এঁকে অসহায়, নিঃস্ব করে গেল। সমৃদ্ধ ছিলাম না, তবু অভাব নেই এটা জানতো যে, ত্রাণ দিল সেই বন্যা জানিয়ে দিয়ে গেছে ফের মানুষের যা কিছু তা ঠিক অদৃশ্যের। প্রতিদিন কত মারি-মহামারি আসে মানুষকে শিক্ষা দিতে বায়ু হয়ে ভাসে তবু শিখি না প্রকৃতির বিরূপ খেলায় ব্যস্ত যেন এক পাপাচারের মেলায়।