নীল আশীর্বাদ

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

সালাম সালেহ উদদীন
বন্যচেতনা ঝরে পড়ে সভ্যতার পাশ ঘেঁষে শান্ত বাতাসে দোল খায় অশান্ত হৃদয় নীল আশীর্বাদ নিয়ে বেঁচে থাকে পীড়িত মানুষ পতিত বৃষ্টি তাকিয়ে থাকে দূর আকাশে পতিত শিশিরকে তাকাতে হয় না বহুদূর সুগন্ধি ফুল ফেরি করি আর ভাবি জীবন কেনো সুগন্ধির দেখা পায় না হৃদয়ের বেদনা ঝরিয়ে বেশিদূর যেতে পারে না প্রেমিক দীর্ঘ রাতের ঝকমারি কাহিনী থাকে না পালকের রং নিয়ে গৌরব করার দিন শেষ হয়ে আসছে ধূলিকণায় মিশে যাবে অসীম তেজ তীব্র কণ্ঠ প্রগাঢ় অহংকার সময়ের আগেই শরত আসে সময়ের আগেই বিপস্নব শেষ হয়ে যায়