বন্ধুতলা

প্রকাশ | ৩০ আগস্ট ২০২৪, ০০:০০

দালান জাহান
তোমরা বন্ধু হতে পারতে বাবার হৃদয়ের মতো সজ্জিত আমাদের গ্রাম ভাসমান দ্রোহ সরিয়ে বারুদভাষা আমরা তোমাদের পুষে রাখতাম বুকতলায়। তোমরা পাখি হতে পারতে ঐতিহ্যের ঘ্রাণ থেকে আদিনাথ মন্দির শয়তান মাথা থেকে সাম্প্রদায়িক বন্যজল বিপস্নবে ভেজা ধোঁয়াহীন মাটি তোমাদের ডাক ঢোল শুনতে আমরা একদিন জড়ো হতাম মানুষ তলায়। তোমরা বিশ্রাম হতে পারতে খোদিত রোদ হতে পারতে কপাল বরাবর স্নিগ্ধরেখা অঙ্গীকার ও অসত্যের ঘরবাড়িতে হিংসার ক্রীতদাস জলকামান আমরা আনন্দপানে তোমাদের বাড়ি যেতাম। যজ্ঞে পার্বণে জমা হতাম ইলিশতলায়। তোমরা এই জলযুদ্ধ না করলেও পারতে রক্তলালে বিস্মিত তিতুমীরের দেশ অনাগত দিনগুলোয় আমরা একত্রিত হতাম লুকিং ফর শত্রম্ন-শত্রম্ন বন্ধুতলায়।