শুক্লপক্ষের চাঁদ হতে চেয়েছিল বেণুবালা
শ্রাবণ সন্ধ্যায় গায়ে মেখে বৃষ্টির ঘ্রাণ
স্বপ্নের মেরুন চাদরে
ঢেকে দিতে চেয়েছিল ক্ষুধিত প্রাণ
ধান ক্ষেতের নিবিড় মায়াবী আঁচলে
খুঁজেছিল উজাড় ভিটেমাটি সংসার
ঘাসফুল প্রিয়তম পলাতকা দিন
বন্যার জলে কালো মেঘে ঢেকেছে তার
উপসী চোখ জাগ্রত ঘননীল আকাশ।