আবু হেনা মোস্তফা
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
কামালের কবিতা
বাদ বিবাদ আর তন্ত্র-মন্ত্র
মৌলবাদটা কী গো সোনা? সাম্যবাদটা কেমন?
অবুঝ আমি জানতে চাই গো, বুঝতে চায় গো এ মন।
গণতন্ত্রের মন্ত্র কেমন? জনগণ কি বুঝি?
ভোক্ষের ঠেলায় সবাই শুধু, পেটের খাবার খুঁজি!
মুখে মুখে তন্ত্র-মন্ত্র, ভোটের সময় শুনি ;
ভোটের পরে সময় গড়ায়, এক দুই তিন গুণি!
মাগো আমার ভোক্ষ লেগেছে, গণতন্ত্র রাধো!
পেট ভরুক আজ, বুঝবো পরে, তন্ত্র-মন্ত্র আধো।।
অপবাদ
রতনে রতন চিনে শুয়োর চিনে কচু,
তোমার কাছে ফিঙে পাখি আমার কাছে ঝঁ্যাচু!
চিনতে সোনা স্বর্ণকারে কষ্টি পাথর ঘষে,
সোনার সাথে সোহাগার দল ঝলক বাড়ায় বসে।
তোমার মতে নেত্র- নয়ন আমি বলি আঁখি
দেও যতটা অপবাদ তার দ্বিগুণ গায়ে মাখি।
কানের তালা
কার কথা কে শুনবে, যখন চৈত্র মাসে বান,
চোখের মতো সবাই এখন বন্ধ রাখে কান।
কানের তালা বাজার ঘাটে কিনতে পাওয়া যায়,
ডিজিটাল যুগ হাতের মোয়া কে নিবি সে আয়!
ইনসোমনিয়া
ঘুমের দোকান কার আছে ভাই? ঘুমের দিব বায়না,
ঘুম আসে না, আসলে আবার সহজে ঘুম যায় না।
ঘুম পাড়ানি মাসি পিসি, আমার ঘরে আয় না!
মেড ইন জাপান ঘুম কিনব, চায়নাটা মন চায় না।।