সভ্যতার পরিক্রমায়

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

সাজ্জাদুর রহমান
উপচানো রক্তের বুদবুদ টপকে পূর্বপুরুষ মুদ্রণ করেছে পোকামাকড়ের ঘর-বসতি। সভ্যতার দুপুরপাত্রে রোপণ করেছে দৈন্যতার চতুর্ভুজ। মনখারাপের সুদীর্ঘ লাইনের সীমান্তে ঝিকিমিকি শর্ষেফুল জোড়াচোখ মৃতু্যর চেয়ে প্রগাঢ় চিত্র আঁকে। কেউ জেগে নেই- রাত্রির বৈপরীত্যে বুনো রাত্রির ছায়া পৃথিবীর শুশ্রূষায় দূরারোগ্য ব্যাধির আঁধার চোখের কার্নিশে হাহাকার ঝলসানো মেঘ উগ্রে দিয়েছে নন্দিনীর জারুল গ্রীবা রগড়ানো জীর্ণ পিপাসা ভেদ করে জন্মেছে জবা রঙের আগুন। আগুনপোড়া প্রাগৈতিহাসিক লাল ফুল ধূর্ত পরিক্রমায় ভাসতে ভাসতে পৌঁছে গেছে এ যুগের সভ্যতায় প্রাক্তন পুরুষদের ইচ্ছে মাধুরী কাঁপন ঝুলে আছে ডানা ভাঙা মাছরাঙার ঠোঁটে।