অমৃত কথন

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

জহুরুল ইসলাম
যে কথা গাঙের জলের মতো, সোনালি মাঠের মতো; তা আজও রাত-বিরাতে ভাসে। পৃথিবীর কত কথা কত ভাবে আসে, তবু মনে ধরে না। সময়ের কাছে পরাজয় মেনে, শুধু মুখ ধরে টানি। তবু জানি, ওইখানে আর কোনো দিন হবে না যে ফেরা। আজও কাঁঠালের বনে সেই ফেরারি পাখি- বাতাসের বুকে তোলে ঢেউ। সে কথা বোঝে না তো কেউ, এ জগতের অসীম কথার ভিড়ে।