লগ্নি সন্ধ্যার বুক
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
জসীম উদ্দীন মুহম্মদ
এই শহরে সবকিছুতেই তড়িঘড়ি করা হয়
শ্রমিক পিঁপড়ের মতোন সবাই ব্যস্ত, তটস্থ
এখানে কোনো দিন অস্ত যায় না সূর্য!
তবুও এখানে মাঝে-মধ্যে যখন লগ্নি সন্ধ্যা হয়
ঠিক তখনই ছেদ পড়ে আপাদমস্তক জীবন
সমস্ত অন্ধকার যেন কেবলই মৃতু্যর ছায়ামূর্তি!
তবুও ভ্রূক্ষেপহীন কেওড়া আর গড়ান
মাথার উপর সদা ঘূর্ণায়মান গোলপাতা পরাণ!
কেউ সকালটার কোনো খবর রাখে না
কেউ বিকালটার কোনো খবর রাখে না
গতানুগতিক পয়ারে অভ্যস্থ হয়ে গেছে জীবন
লগ্নি সন্ধ্যার উৎসুক চোখ, শকুন
আর শকুনি মিলে চিবিয়ে খায় এই শহরের বুক!