বৈরী পতিতালয়
প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০
আরিফ মঈনুদ্দীন
বিভীষিকাময় অখন্ড দানব এক অন্ধকার
কে যেন হঠাৎ টুকরো টুকরো করে
ছড়িয়ে দিয়েছে জমিনে-অরণ্যে, ডাঙায়-পানিতে
ভাসমান শ্যাওলার মতো ছোট ছোট ঢেউ এসে
কী তার করিতে পারে!
সর্বশক্তি নিয়ে দুর্জনেরা লুফে নিচ্ছে টুকরো টুকরো অন্ধকার
আড়াল বানিয়ে গেরস্থালির পবিত্র কক্ষে লুকিয়ে রাখছে
এক-একটি পর্দার পেছনে নাম না-জানা অসংখ্য লালসা
প্রিয়জন হারানোর কান্না গুমরে ওঠা গগনবিদারি চিৎকারে
গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের আহাজারি
এতটুকু স্পর্শ করতে পারত না
তাদের পাষাণ হৃদয় গলতো না
পুষ্পার্ঘ্য গলায় পরা- সৌরভ ছাপিয়ে নাকে লাগে
অ্যালকোহলের বিবমিষা
কোথায় লুকোবো ঘ্রাণেন্দ্রীয়, সারাটা জমিনে ছিল মলিন কাফেলা
জীবন্ত শরীরে পচা লাশের দুর্গন্ধ
ভুল আর ভুলে ভরা সবকিছু ছিল লুটেরা স্বভাবে কূটচাল
ষাঁড়ের লড়াই যেন বৃষকুল বেসামাল
কোথায় দাঁড়াবো- এ তো বাড়ি নয়, ঘর নয়, সংসারও নয়
সত্যের সারথি ডেকে বলে,
এইদিকে আর এসো না- এ যে বৈরী পতিতালয়।