জারুলের পাতাঝরার দিনে

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

মিসির হাছনাইন
জারুলের পাতাঝরার দিনে ফুটেছে হিজল ফুল পাশাপাশি দাঁড়িয়ে পুড়ছে চোখ শুকনো পাতায় ভুলে যাওয়ার অভ্যেসে উড়ে গেছে সময় পাখি, পুকুর পাড়ে জলের শেওলায় নীল চোখের মাছ বাতাসের কানে হারিয়েছে হৃদয় ভাঙা যত গান। তার পাশে পরগাছা লতায় ফুটেছে নীলাভ ফুল আরও কত শান্তি মিলেমিশে মিছিলের সেস্নাগান পায়ের ধূলার দীর্ঘ শেকড় হেঁটে গেছে কতদূর? কোন পথে রেখে যাওয়া স্মৃতি বৃষ্টিতে ঝরেছে, খোঁপায় গুঁজে দেওয়া আনন্দক্ষণ পাখির নীড়ে ফিরে পাওয়া প্রেম গাছে ফুটেছে হিজল ফুল। পাশাপাশি দাঁড়িয়ে চলছে জীবন হরহামেশা একাকী কতকিছু ভেবেছে সবুজ পাতার মন জলের ছায়ায় উড়ে গেছে হলুদ পাতার বুদবুদ