শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

লাশেরও কিছু বলার আছে

ইমরান মাহফুজ
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
লাশেরও কিছু বলার আছে

অস্বাভাবিক মৃতু্যতে পড়ে থাকা লাশ শুধু লাশ নয়।

'ছাপ দেবেন না, হাঁড় নেই' এমন মাথায়ও কিছু কথা থাকে!

সফরের হিম অগ্নিশিখা থেকে আসা নাবিক

বেকায়াদায় শুয়ে থাকা জীবনের আগুন-

এক ট্রিগারে খাঁ খাঁ করে নিরবচ্ছিন্ন বিরানভূমি।

জলে থেকেও শুকিয়ে যায় স্বপ্ন স্বজন সংসার।

আমরা দেখি লাশ, পরিবার দেখে অন্ধকার!

বরফ জল ধীরে ধীরে চূর্ণ করে গোলক,

সীমার সঙ্গে মিলে যায় অসীম অহংকার।

শোকার্ত অন্তর হয় নীল। বিদু্যৎগতিতে সমুদ্র সবর্নাশ।

নিয়তি মানে না বারণ, জন্ম মৃতু্য নিয়তি তেমন...

অসম্ভব অসহায় দূর্বাঘাস, মাড়িয়ে যায় সকাল-দুপুর।

দলিত গোলাপ চিৎকার করে নিদারুণ ব্যথায়।

হে স্বাধীনতা--

আমি বনের পাখি- মনে কিছু বলার ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে