রাতের তারার মতে খসে পড়া আবেগ ছুঁয়ে
নির্লজ্জ চাঁদ মেঘের মোড়কে রচনা করে
দুপুরের গণিত পদ্য।
মুচকি হাসির শব্দে ভূগোল ভোরের রং বদলে
তৃণজীবী লোভ আগুনের নদী পেরিয়ে যায় পাখিসীমা
সে আমাকে ছায়া করে রাখে অন্ধকারে-চুপিসারে
দহনে দহনে সিদ্ধ হই অনুরণে-
কতটা পথ সাঁতরালে মানুষ পেতে পারে নদী
কতটা ছায়া মাড়ালে খুঁজে পেতে পারে পাহাড়
ঝরাতে পারে অশ্রম্ন।
পাঁজর খুঁড়ে হাত ঢুকিয়ে বেদনা তুলে আনি
খসে পড়ে আবেগ বসন্ত পাতার মতো-
এভাবেই প্রেম শিখি, চাইতে শিখি
পাড়ভাঙা ঢেউয়ে মাংসডানা ঘষে গাইতে শিখি।