সিজোফ্রেনিক

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

মোজাম্মেল সুমন
মরার মতোন বেঁচে আছি কেবল তোমার জন্য, আমার সরল ভালোবাসায় ছিলই না কার্পণ্য। রেললাইনটায় প্রথম দেখা কিংবা কথা মৌখিক, আমি এখন অধিকারহীন আবেগভরা প্রেমিক! রেললাইনের ন্যায় সমান্তরাল প্রেমানুভব জ্বলছে, তাই যোগাযোগ পাশাপাশি সংযোগবিহীন চলছে। দুটি চক্ষুই পুড়ছে তোমায় দেখতে খুঁজি চারদিক, আমি এখন বোবাকান্নায় আক্ষেপ করা প্রেমিক! রাস্তার পাশে তাকাই তোমার বাসা কিংবা দেয়াল, অন্ধের মতন তোমায় ঠাহর করি মনের খেয়াল। তোমায় ভালোবেসে প্রাপ্তির বিশ্বাস ছিল দৈনিক, আমি এখন তোমার মিথ্যায় আঁতকে ওঠা প্রেমিক! আমি তোমায় হারিয়েছি, আমার মুখের ভাষাও! শুধু চোখের নীরব ভাষাই আছে, নাহি আশাও। আমার সজীব ভালোবাসা আজ প্রাগৈতিহাসিক, আমি এখন অবহেলায় আধমরা এক প্রেমিক! হ্যালুসিনেশন তোমাতেই, তাই তো প্রেমের রোগী, তোমায় পাইনি বিধায় আমার জীবন ভুক্তভোগী। ভালোবাসায় বাঁচতে চেয়ে হলাম সিজোফ্রেনিক, আমি এখন তোমাকে না পাওয়া পাগলপ্রেমিক!