শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কী আশ্চর্য যুবক

ফারহানা তানিয়া
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
কী আশ্চর্য যুবক

সূর্যটা বড় প্রখর আজকে

ঢেলে দেয় যত তপ্ত বারুদ

নীলাকাশ নেই এতটুকু আর

খাঁ খাঁ রোদ্দুরে পুড়ছে পুড়ুক।

স্থিতার চোখে তাকিয়ে আবু সাঈদ

হাত দুটো দু'পাশে ছড়ানো

ঠোঁট নড়ে যেন মৃত নয়

অন্ধ অভিমান জড়ানো।

পিঁপড়ের সারি উঠছে শরীর বেয়ে

সকাল-দুপুর-সন্ধ্যে আগের মতোই

শুধু জননীর মাতম শোনা যায়

পৃথিবী ঘুরছে তার নিয়মেই।

বিদায় পৃথিবী, বিদায় জন্মভূমি

তোমার আত্মদান নাড়া দেয় বিশ্বকে

তোমাকে খুঁজবে বাংলাদেশ

হে অকুতোভয় সৈনিক!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে