শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ভুলি জাতিস্মর

স.ম. শামসুল আলম
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
ভুলি জাতিস্মর

তোমার প্রতি ঘৃণা, অপুষ্প-কণ্টক

যেন খুলে রাখে প্রেম পবিত্র তস্কর।

গভীরে ভীষণ ক্ষত, বিক্ষত বণ্টক

অথচ দুর্জেয়, জানি সে অবিনশ্বর।

অদৃশ্য কৃপাণ হাতে কালের কৃন্তক

জীব-বৃহন্নলা নাকি গরল বৃশ্চিক।

কখনোবা মনে হয় স্বভাবে চিন্তক

নির্মম, নিস্পৃহ কাজ, একান্ত ঐচ্ছিক।

পরিপাটি প্রেমে মগ্ন, ভুলি জাতিস্মর

কোন মোহে এত ঝড়, তুমুল গর্জন?

আমাকে চিনেছে, আমি চিনি কি ঈশ্বর?

বৃথা যায় রক্তে গড়া সকল অর্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে