শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কয়েন

মেহেদী ইকবাল
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
কয়েন

কী বলবো

এটাইতো স্বাভাবিক!

জল যখন ঘোলা হয় তখন

তৎপর হয় মৎস্য শিকারিরা

কি আছে গভীরে জলের

রাঘববোয়ালেরা

চিরকাল থাকে জানি বাইরে ধরাছোঁয়ার!

আহা, বাংলাদেশ

কত রক্তপাত

কতবার পুড়ে পুড়ে হলে তুমি ছাই!

কী বলবো

এটাইতো স্বাভাবিক!

খাবার টেবিলে কারা

ক্রুরহাসি

সুনিপুণ হচ্ছে আঁকা কৌশলী ছক।

বলি, কয়েনতো একটাই

উল্টোপিঠ

রাঁধুনিরা চিরকাল

অভুক্ত থাকে দাঁড়িয়ে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে