শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বিস্তীর্ণ শ্মশান

দুলাল সরকার
  ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
বিস্তীর্ণ শ্মশান

এই বিস্তীর্ণ শশ্মানভূমি,

মৃতু্যর উপত্যকা আমার নয়

এই জলস্নাদের উলস্নাস মঞ্চ

আমার নয় পাখির দীর্ঘশ্বাসে ভারী

হওয়া বনের বাতাস, ঝর্ণার আঁকাবাঁকা

চলার পথের বীভৎসতা আমার নয়,

দ্রৌপদীর বস্ত্র হরণপর্বে তাই অধোমুখী

ভীস্মকে আমি কাপুরষ ভাবি চির

উন্নত শির মস্তক ধুলায় লুটাতে দেখলে

ভাবতে কষ্ট হয় এই কি সুন্দর? এই

কি মানুষ? একেই কি বলে সভ্যতা?

তাছাড়া চাটুকার পরিবেষ্টিত আমি

ভুলেই গিয়েছিলাম যে

পাহাড় ও সমুদ্রেরও আছে প্রাণ, আছে মেধাবী

গুঞ্জন, লব্ধ লহর

মেধাবী মন্থন, জাগ্রত প্রাণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে