শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সাঈদ মরে না

সেবু মোস্তাফিজ
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
সাঈদ মরে না

তুমি ভেবেছিলে বন্দুকের ওপাশে তোমারি ভাই

আমি দেখি সেতো আস্ত কসাই।

তুমি বুক পেতে দিলে নির্ভয়ে ভাইয়ের কাছে

মুখোশের আড়ালে দেখি ঘাতক দাঁড়িয়ে আছে।

তুমি ভাবতেও পারনি বুলেট তোমার বুকে

আবার দাঁড়ালে নির্বিকার হাসি মুখে।

আবার ছুটে এলো ঘাতক বুলেট মৃতু্যর সমন

কে কবে বুক পেতে দাঁড়িয়েছে এমন?

তোমার ছিল চাওয়া বৈষম্য নিরসনে আবেদন

তারা ভাবলো তুমি রাষ্ট্রদ্রোহী একজন।

লুটিয়ে পড়লে চুকিয়ে জীবনের লেনাদেনা

সাঈদ মরে না একটা বিজয় হোক তোমাদের রক্তে কেনা।

তোমার মৃতু্যতেও বিচলিত নয় গদিই আসল কথা

স্বাধীন দেশে গণহত্যা কিসের বারতা?

অবশেষে চুরমার হলো সকল দম্ভ অহংকার

তোমাদের রক্তেই ভেসে গেল স্বৈরাচার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে