শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ

সাঈদুর রহমান লিটন
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ

বারুদের গন্ধের তীব্রতা অনুভব করি

হৃদয় পুড়ে, কয়লার রং

কেউ বোঝে না পোড়া লাকড়ি আর পুড়ে না

বাতাস না এলে।

রক্ত ভেজা রাস্তায় টগবগানো যুবকের বুক চিতিয়ে

মরতে দেখি, বন্দুকের গুলিতে,

আফসোস নেই, আত্মবিশ্বাস ভাঙার শব্দ শুনি কানে।

বুক এফোঁড়-ওফোঁড় হয়ে যায়

লুটিয়ে পড়ে রাস্তায়, মানচিত্রে লাগে রক্তের দাগ।

পতাকা ছুঁয়ে যায় রক্তের প্রবাহ।

বুকে বাজে দামামার সুর, রণসঙ্গীতের আওয়াজ

পুড়ে পুড়ে জ্বলসিত হয় হৃৎপিন্ড,

ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াশা হয়ে যায়,

পতাকায় বাড়ে রক্তের পরিধি।

অদেখা জ্বলনে পুড়তে থাকতে অন্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে