শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

হয়নি

রেবেকা ইসলাম
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
হয়নি

পড়া হয়নি শেলফভর্তি কত বই

পড়ে থাকা ডিলান থমাসের ভাষা

সিলভিয়া পস্নাথের বিষণ্নতার বাণী।

ধরা হয়নি জোনাকপোকাদের আলো

অবহেলা আর অযত্নের তুঁতফল

ফুটপাতে শোয়া মুমূর্ষুর সরু হাত।

যাওয়া হয়নি জেগে ওঠা কোনো চরে

দুর্গম কোনো কাঁটাবনের সংসারে

শহরের ঘুপচি অন্ধগলির মুখে।

খোলা হয়নি হলদে খামের গোধূলি

রাতগভীরের বিস্ময়ের পান্ডুলিপি

আর তোমার ওই জমাটবাঁধা মন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে