শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

স্বার্থপর পাখি

তুহীন বিশ্বাস
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
স্বার্থপর পাখি

পাখি এসেছিল ফুলে ফলে সজ্জিত বাগানে

ডানা নাড়ানোর শব্দে ঘুম ভাঙে প্রজাপতির,

এগাছ ওগাছ চষে মধু খেতে ব্যস্ত সারাক্ষণ

সন্ধ্যা হলেই ফিরে যায় পুরনো ঠিকানায়।

মৌমাছি আর কাঠবিড়ালি বন্ধু হয়ে যায়

বিশ্বাস দৃঢ় স্থাপিত হয় সম্পর্কের জালে,

পাখি সরলতার সুযোগ খোঁজে নগ্নভাবে

সময়ে চুষে খায় বাগানের গচ্ছিত মধু।

হঠাৎ একদিন নিরুদ্দেশ স্বার্থপর পাখি

শূন্য বাগানে প্রজাপতির দল মুছে আঁখি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে