শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

স্বাধীনতার সঞ্জীবনী

নিখিল বিভাষ
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
স্বাধীনতার সঞ্জীবনী

স্স্নোগান আর বেরিগেটের প্রণয়ে, জন্মেছে যে দেশ।

যে প্রণয়ের ফুলশয্যা, রক্তাক্ত বিটুমিনের গালিচায়,

ইতিহাসের সহচর সে রাজপথ,

\হস্বৈরাচারীর বুকে পদ চিহ্ন একে

এসো এসো সাম্য সুন্দর!

কামনায় নয় ভাবনাতে,

যৌনবতী ভাবনারা ধরা দেয় গভীর রাতে!

টিয়ার শেল এ ঝলসানো কোনো এক সহপাঠীর

আত্মার ধ্বনি ভেসে আসে মন্থর চেতনায়।

হে সুশীল সমাজ- আমি এ বঙ্গদেশে অঙ্কুর হয়ে জন্মেছিলাম,

বিশুদ্ধ অক্সিজেনের দোহাই পদাঘাত কর না,

পরিবারকে কিছু দিতে পারলাম না,

সহপাঠীরা শুধু পেয়েছে- ককটেল, বুলেটে ঝলসানো

আমার কোমল দেহের ঝাঁঝালো গন্ধ।

বিশ্বাস কর কয়েক সিলিন্ডার অক্সিজেন দিয়ে

\হআমি শুকিয়ে যাব

আমার শুকনো কাঠ পোড়ানো হবে স্বৈরাচারীর চিতায়।

সেম চাঁদের চেয়ে ভয়াল সে আর্তনাদ,

হিরোশিমার সহধর এই আরজি,

নাগাসাকির সহমর্মীরা কেঁদে ভেজায় মরুর আকর

মরুর বালির বুকে, উটেদের পানির থলিতে

প্রাণ রসের শেষ বিন্দু- বুলেটের দাপটে

যাহেলি সীমার সৈন্য।

অপাদমস্তক দম্ভের আগুন জ্বালিয়ে

মরণ নেশায় মেতেছে বিশ্ব মানবতা।

নিপাতনে সিদ্ধ শোষকের দল

মানবতার বিজ্ঞাপনে ঢেকে রাখে ধোঁয়াটে আসমান

স্বাধীনতার সঞ্জীবনী খুঁজে ফিরে বাংলার মজলুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে