জোছনার ঢেউ

প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ০০:০০

নীহার মোশারফ
কত বর্ষা এসেছে আমাদের জীবনে কদমের বনে ভেজা কাকের সঙ্গে আমরাও হেঁটেছি প্রেমের বাঁকে বাঁকে এখন আর বর্ষা আসে না তেমন অসময়ে বাদল ঝরে, কাহাতক ভালো লাগে অগোছালো জল। জীবনের আদ্যোপান্তে কত উলস্নাস, বেহিসাবি চলাফেরা...। তবুও ঘোর বর্ষা এলে আঙিনায় আমার অস্থিরতা বাড়ে, কোন বুকে রাখি তারে কেমন আদর দেব ঠোঁটে ঠোঁট রেখে... ভাবি সারারাত বৃষ্টি হলে দুজনেই মিশে যাব নীল সাগরে, কাছে এলে সে আরও কাছে যাব, জোছনার ঢেউয়ে ভেসে যাব স্মৃতির তলে, শ্রাবণের জলে...।