মুগ্ধোদয়

প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ০০:০০

দালান জাহান
তারা আসছে পূর্ব থেকে তারা আসছে পশ্চিম থেকে জুলুমবাঘের হাউমাউ ভেঙে তারা আসছে আমাদের কপালের মধ্যে থেকে। সূর্যের আলোতে তারা পা ফেললো অস্ত্র ও বারুদের আগুনে তারা হেঁটে গেল মৃতু্য ও নগদ খরচে টকটকে লাল হয়ে উঠলো আটাশ ইঞ্চি বুক। তারা মুগ্ধোদয় তারা সালাম জব্বার তপুর লম্বা লম্বা হাত তারা ভাষা ও বিজয়ের বংশধর মিছিলের আগুন ঝাঁঝরা বুক বাংলার রং লাল লাল লাল এবং লাল।