না,
জীবন-পাতায় দাঁড়াবে না আর
না-
আর আর
শান্তি-রং সেই সুন্দরের সময় এসে
মাধুর্যের এই প্রাণ-রাজ্যে
দাঁড়াবে না আর কখনোই :
মুক্ত বনশ্রীর ফুল-সৌরভ
নিয়ে
সোনামুখর ওই দূর ভবিষ্যতেও কখনোই আর না
কখনোই আর দাঁড়াবে না সে-