একই দিনে লাল আর কালো কি বুঝাতে চায়
শোকের মাঝে রক্ত কেন টগবগিয়ে যায়
কেউ দিল শোক নীরব থাকতে, উচ্ছ্বাসিত নয়।
সেই কথাকে ঠেলে দিয়ে লালকেই করল জয়
কালোটা ছিল নগণ্যতায় লালের রাজ্যে বাস
মৃতু্যর মুখে দাঁড়িয়েও ওরা মানেনি উপহাস।
বুলেট বোমার ভয় নেই ওদের এগুতেই বল বীর
ভয় রঙের পোশাকগুলোও দমাতে পারেনি শির।
শুরুটা ওদের শান্ত দিয়েই শেষটা হবে কীসে
এমন সময় তৈরিতে যারা বোকার দর্প বেশে।
তারাইতো আজ নাজুক বেশে কি বুঝাতে চায়
সেসব বুঝার মানসিকতা ওদের তো আর নাই।
অপেক্ষাটা শেষ প্রহরের গুনিতেও হবে শেষে
কার ললাটে পরবে রে টিপ বীর দর্পের বেশে।