বেলা শেষে সন্ধ্যা নামে-
রাত আসে রুপালি টিপে, নিয়মে ভোর হয়;
জেগে ওঠে সূর্যটা স্বমহিমায়।
প্রলম্বিত খরাও অবসান হয় একদিন-
প্রশান্তির বৃষ্টি নামে অনাবিল খুশির ধারায়
আর তৃষ্ণা মেটায় তৃষ্ণার্ত মোদিনীর।
বেলাভূমে দোর্দন্ড প্রতাপে ফিরে আসে-
নির্বাসন কাটিয়ে যৌবনদ্বীপ্ত কামসখা,
সবুজ মখমল মাড়িয়ে নবজাগরণ ঘটায় ধরণিতে।
শুধু নিশ্চল থাকে একান্ত আমার ভুবন-
পাই না বিবর্তের কোনো পূর্বাভাস
বুকে জমে থাকে পুরনো দীর্ঘশ্বাস।