প্রাণোচ্ছল হাসি
এ মাথা থেকে ও মাথা অব্দি তুমি
ফুটে আছে শিমুল-পলাশের মুখচ্ছবি;
কাল ছিলে আমার সহকর্মী
আজ শুধুই ছবি!
বলো, হে অনামিকা, বকুল ঝরে যায়
শুকিয়ে যায় মালা, গন্ধ কি তার যায় মুছা?
একদিন থেমে যাবে নদীর স্রোত, পাখির কলেস্নাল
নিভে যাবে দীপ, প্রদীপ শিখা
তবু অবশিষ্ট থাকে একটি বাক্য