তিনি কবি সাজসজ্জায়
লেখক নন তবু পকেটে ১০টা কলম
ব্যানারে- প্রথমে তার নাম
প্রভাত ফেরির পৃষ্ঠায় ছবি
অপন্যাস বিক্রি হচ্ছে দেদার
অটোগ্রাফ দিতে দিতে হাত বাঁকা
সাহিত্য সম্পাদকের মুহুর্মুহু
ধর্ণায় স্ত্রী অতিষ্ঠ
প্রকাশকের অগ্রিমে বাড়ছে ইলিশের আহ্লাদ
মধ্যমনি সর্বত্র
কবি কুঁজো হয়ে কুর্নিশ করলে তিনি গর্বিত
লেখক গল্প খুলে
তার প্রতিচ্ছবি দেখালে তিনি আনন্দিত
সংবাদপত্রে অকবিতা ছাপলে
\হপা পড়ে না মাটিতে
টেলিভিশনে ভুল বাক্যের ভূমিকম্প
কবি নন লেখক নন
ঐতিহাসিক কিংবা
দার্শনিকও না
কখনো আমলা-পুলিশের অধিকর্তা-
\হশুল্ক বিভাগের হোমরাচোমরারা-
খুনি নেতাদের পৃষ্ঠপোষক
তবু উপাধি স্যার
ভূষিত রাষ্ট্রীয় সম্মানে
মঞ্চে অভিষিক্ত ফুলে
কবি পেছনের সারিতে
কিন্তু সম্মানিত দর্শকরা
ঘাড় ফিরিয়ে কবিকেই দেখছে