বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মুখ ও মুখোশ

মুহাম্মদ রফিক ইসলাম
  ০২ আগস্ট ২০২৪, ০০:০০
মুখ ও মুখোশ

মানুষ এখন কচ্ছপের মতো

ভেতরে মাথা আর বাইরে মুখ রেখে

ঝুলে পড়ে সুযোগের জানালায়

দূরে কোথাও সন্ধ্যার ঘ্রাণ উড়ে যায়

পাখার দূরত্বে থাকা বাদুড়

নেমে যায় অন্ধকারে, ধীরে

যেখানে শরীর ভেতরে, বাইরের ত্বকে

নিজেকে লুকানোর প্রচেষ্টায় থাকে শামুক

স্পষ্টতর সাদা আর কালোর ভিড়ে

মুখ ও মুখোশ চিনে রাখে সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে