প্রায়শ দুঃখের গহ্বরে বিলীন হয়ে যায় সুখ
সুখের অবহেলায় দু'চোখে ছলছল করে জল
দিগন্তের সীমানায় আছড়ে পড়ে সহস্র স্বপ্ন
দুঃস্বপ্নের বেড়াজালে সময় বড়ই অসহায়
হৃদয়ের গভীরে সান্ধ্য অন্ধকারের বসবাস।
জীবনের দিনলিপিতে রচিত হয় ব্যর্থ পদাবলি
নির্জনে একাকি নৈঃশব্দ্যে কাটে বিনিদ্র রাত
বেঁচে থেকেও ধরায় শুধুই নিস্ফল হাহাকার
জমাট কষ্টে অবিরত বুক কাঁপে থরথর
অতঃপর সুখবিহীন জীবন হয় দীর্ঘতর।