এখানে এখন অন্যরকম হাওয়া।
সত্যের টুটি চেপে মারে মিথ্যের অঙ্গুলী।
লোহার গরাদে আর অন্ধকার গহ্বরে
গুমরে কাঁদে সত্যের রাজা।
এখানে এখন অন্যরকম হাওয়া।
উলঙ্গ রাজার মাথায় শোভিত স্বর্ণের তাজ
আছে যারা অসহায়,
খাদ আর কণ্টকময় জীবনের প্রতিটি খাঁজ।
এখানে এখন অন্যরকম হাওয়া।
এক টুকরো মাংসের লোভে যেন
কুকুরের পেছনে ছোটা।
এখানে এখন অন্যরকম হাওয়া।
বাঘ আর কুমির খেলে একই নিকুঞ্জে তাস
কড়া নিরাপত্তায় হয় এখন হাঙ্গরের চাষ।