আর একবার অস্ত্র ধর

প্রকাশ | ০২ আগস্ট ২০২৪, ০০:০০

ওয়াহিদ জামান
নিঃস্তব্ধ সমীরণ চারিদিকে কাল কেউটের ফণা সম্মুখে দেখি জাতির মরণ। এই কী চেয়েছিলাম? এই কী স্বদেশ প্রীতি? এই কী রক্ষিত মানবতা? এই কী মানবিক নীতি? সব বোবা প্রাণহীন মানুষের ঢল আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে অপশক্তির দল কী আশায় কীসের নেশায় হে মুক্তিযোদ্ধা তোমরা মুক্তি দিয়েছিলে আমাদের কী দিয়েছে দেশ তোমাদের কাঁধে আজ বোঝা অপরাধের। তোমরা কী জানতে কভু মাথা নত হবে এ জনপদে পরাবে পায়ে শিকলবেড়ি তোমাদেরই কণ্ঠরোধে। একাত্তরের পুরনো শকুন পুরনো হায়েনারা নবজন্ম নিয়েছে তারা করছে পাঁয়তারা। কত যুগ পেরিয়েছে বল কত শতাব্দী? এরই মধ্যে জলাঞ্জলি মানুষের মুক্তি। জাগো আবার নব উদ্যমে যতটুকু শক্তি আছে নতুন করে আবার স্বাধীন কর আবেদন তোমাদের কাছে। মুক্তি আনো নতুন করে মানুষের হাহাকার আর একবার অস্ত্র ধর বাংলাদেশ তোমার আমার।